আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ।
এই দিবসে আমি একজন নারী হয়ে প্রতিটা নারী প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।
আমি চাই আজকের এ দিবস উপলক্ষে শপথ নেয়া হোক যতদিন পৃথিবী থাকবে ততদিন প্রতিটা নারী যেন প্রতিদিন একজন নারী নয়,একজন মানুষ হিসেবে তার প্রাপ্য টুকু পেয়ে সম্মৃদ্ধ হোক
এই কামনা রইল।
“মেয়ে”
মেয়ে তোর অনেক কদর কর্মক্ষেত্রে
যাত্রাপথে,লোকালবাসে অথবা
নির্জন কোন চলার পথে,
লোলুপ চোখের অপ্রিতীকর
চাওয়া বিপরীত লিঙ্গের;
হবে না কেন তোমার কাঠোমো
যে বিপরীত লিঙ্গের
চেয়ে ভিন্নতা।
এই ভিন্নতার কারণই কী
এভাবে চাহুনীর?
না অনৈতিকতা আছে
যাদের মাঝে।
মেয়ে তোমার নেই পেশীশক্তি
তাই কি তুমি অবলা,
কেন তুমি পারো না তোমার
ইচ্ছেমত চলতে!
আর দশটা পুরুষের মতন
একসাথে পাশাপাশি
নিঃশঙ্কটে হাঁটতে?
কবে হবে তুমি পরিপূর্ণ সবলা;
তুমি ধর্ষিতা হও সেও কী তোমার
ভিন্ন দৈহিক কাঠামোর কারণে?
কেন বোঝে না সে,করছে
তোমায় নষ্ট;
সে আগে তার নৈতিকতা হারাবে
বলেই তো আসে তোমার কাছে!
সেও তো কোন এক নারীর
গর্ভ থেকেই নেমেছে এ ধরায়;
কিভাবে পারে সেই গর্ভের ভিন্ন
আধারতে করতে অপমান।
হোক যুবক বা ষাট উর্ধ্ব সে
তাদের দৃষ্টিভঙ্গি তো
মেয়ে মানে ভোগ্যপণ্য;
মেয়েবেলায় সেই ছোট্ট মেয়েটি
কারও কাছে হয় যৌন হয়রানির,
তাও খুব কাছের মানুষ বা
আত্মীয়ের দ্বারা।
হোক সে বাবা সম্পর্কের বা
ভাইয়ের সম্পর্ক!
নেই কারো কাছ থেকে পরিত্রান।
কোথায় গেলে পাবে এই লোলুপ
চাওয়া থেকে নিস্তার,
অশ্লীল আদিম চাওয়ার হবে
কী কখনও সুস্থতার মাঝে,
পারিবারিক শিক্ষার যে বড়ই অভাব,
সন্তান জন্ম দিয়ে মেয়েদের নিয়ে
আমাদের যত ব্যস্ততা,
মেয়ে তুমি মেয়ে হয়ে জন্মেছো!
তাই পাড়ি দিতে হবে তোমায়
সমুদ্র থেকে মহাসমুদ্রে
আরও অনেকটা পথ।
মেয়ে সন্তানের মতো ছেলে সন্তানদেরও
নৈতিক শিক্ষার আছে প্রয়োজন।
তাতে যদি হয় মেয়ে তোমার
অনেকটা পরিত্রান।
কলমেঃ- মরিয়ম ইসলাম
ওহায়ও,ইউএসএ
মার্চ/৮/২২