সহ্য করে যে আমায়,
সবচেয়ে বেশী সাহায্য করেছে,
ধরায় বেঁচে থাকতে,
সেই তো আমার প্রিয়।
কারণ আমার যে মন্দ স্বভাব
সত্যিই ভালোবাসে সে
তাইতো ফেলে দেয়নি আমায়,
ছিড়ে যাওয়া পুরাতন পরনের
কাপড়টার মতন,
এত কেন ভালোবাসিস আমায়,
জানলাম না তো আজও,
একেই বলে ভালোবাসা
এমনই প্রেমের যতন।
প্রেমের সৃষ্টি ভোগ থেকে
তাই ভোগেই তার পরিণতি ,
আর ভালোবাসার সৃষ্টি আত্মা থেকে
তাই তার প্রণয়ের মাঝেই বেঁচে থাকা।
পরিণয়ে যে ভালোবাসাদের নির্ঘাত মরণ,
সে ভালোবাসাকে ধারণ করার শক্তি
একমাত্র তোরই মাঝে বিরাজমান
নয় আমার ।
তুই যে জানিস উপভোগ করতে
আমার কাটে ভোগে
ভোগের মাঝে নিয়েই গেলাম,
দিলাম শুধু জ্বালা তার বিনিময়ে।
এত না পাওয়া নিয়ে বাঁচিস
কি করে
ভেবে আমি না পাই,
তুই যে জানিস ভালোবাসা
কারে কয়,
তাইতো তোর জয়
সর্বক্ষণ আর আমার পরাজয়
পৃথিবীসম।
চাইলাম তোর কাছে ভালোবাসা শিখতে
বিধাতা বিরুপ পারলাম না
কিছুতেই ভালোবাসতে,
ঠিক তোর মতন করে।
পারতাম যদি তোর মত করে
তোকে ভালোবাসতে
জন্ম আমার স্বার্থক হতো এ পৃথিবীতে।
ওহাইও ,ইউ এস এ