আমার আমিরও ইচ্ছে করে
দেখার বাইরে জানার বাইরে
সেই জগতে হারিয়ে যেতে।
যখন আমি সেই জগতের
অসিম শক্তির সাথে
সাক্ষাতে যেতে চাই,
তখনই এ ধরার না পাওয়ায়
চোখের জলে ভেসে চলি।
ডুবে থাকি সেই অহেতুক
চাওয়ার মাঝে,
একবারও সেই তুমি
অসিম শক্তি কে পেতে
বা না পাওয়ার কষ্টে না ভাসি
চোখের জলে।
কি নিকৃষ্ট কি নির্লজ্জ
কি নগণ্য এক প্রাণ।
এতো পাওয়ায় ভরিয়ে
রেখেছেন তারপরও
আমি কখনও না পারি
তার জন্যে কাঁদতে,
সে কান্না কাঁদতে
শিখেনি আমার প্রাণ।
মরিয়ম ইসলাম