একাকীত্ব যে এক
শূণ্যতার মাঝে বসবাস,
যতটা শূণ্যতা ততটাই
কষ্ট বুকে ধারণ করা,
কষ্ট ধারণ যতটা পূর্ণ
হয়ে উপচে পড়বে
হৃদয়টা ততটাই পুড়বে।
পোড়ার গন্ধ বাতায়নে
যত ছড়ায় ততটাই
যে পরম পাওয়া কুড়াবে;
তাই তো ভালোবাসি সন্ধ্যা
শেষ বিকেলের প্রহর
প্রতিদিন হয়ে ওঠে না
এ পরম পাওয়ার চাওয়া,
একার মাঝেও পাই না
একাকীত্বের ছোঁয়া,
মাঝে মাঝে কোলাহলেও
পেয়ে যাই মিটাই জ্বালা।
একাকীত্বের সাথে
আজ তারই গা ঘেঁষে
থেকেও আমার একাকীত্বের
ছোঁয়ার মাঝে নিমজ্জিত অবগাহনে।
আহা!কি যে পাওয়া
সর্ব শরীর আর জুড়ে প্রাণে,
পাওয়ার পরশ গা ঘেঁষে থাকা
ভিন্ন সত্তার নেই কোন আবেশ,
যে আবেশে ভরে আছে
আমারই মন প্রাণ বেশ।
তোমার মতন করে ঠিকই
সন্ধ্যা আকাশে বসেছো
সন্ধ্যা তাঁরা হয়ে।
টিপটিপ চোখে মিটমিটি হাসি
দু’ঠোঁটে মেখে গালে হাত দিয়ে।
প্রতিদিন সময় দাও
প্রতিটা সন্ধ্যায়;
সারাদিনের ক্লান্তির পর
বসে থাকি তোমারই অপেক্ষায়।
আজ আবারও মেঘলা আকাশ,
তোমায় দেখার নেই যে অবকাশ।
ক্ষণে ক্ষণে মেঘের ভেলায় ভেসে
যাও যে ঘুরে আমার আঙিনা হয়ে,
এক পশলা বৃষ্টি হয়ে ভিজিয়ে
দিয়ে গেলে এলোমেলো কেশে।
তোমার বারিধারায় সিক্ত
হলাম শীতলতায় কিছুক্ষণ,
পরম পাওয়ায় ভরে গেল
শরীর মন।
এবার যে ফিরে যেতে হবে
আমারই বোনা নীড়ে,
আবারও হবে আমাদের
আলাপন কোন মেঘলা
আকাশের তীরে।
মরিয়ম ইসলাম
ওহায়ও,ইউএসএ