পথের কান্না যেন আমারই ভিতরের স্বরূপের রূপ ধারণ করে আছে,
একাকীত্বের যন্ত্রনা সে যে হাজার বছর ধরে বহন করেছে।
পথ সে তো তার ভিতরের রূপটা বাহির করে পারে দেখাতে,
মনের ভিতর সুপ্ত আগ্নেয়গিরীর জ্বলন মানব কায়া না পারে কারও শেখাতে।
পথের বেদন বনের আগুন দেখে সবাই নয়নে দেখে  না
কেউ মনের আগুন চোখের জল হয়ে পড়ে কপোল বেয়ে
তখন হয়তো দু’একজন পিছন ফিরে দেখে ক্ষণিকের দেখা
এতটুকু কারও নেই যে সময় হাঁটবে একটু হাতটি ধরে একা।
আমি যে পথহারা পাখি হারিয়ে ফেলেছি জীবনের সেই পথ,
হাজার বছর হেঁটে চলেছি সেই পথের পানে পাবো কি সেই পথে চলার কোন রথ।
কোনদিন সেই রথে চড়ার সুযোগ যদি পায় এ কায়া,
হয়তো তখন পারবো ভুলতে এ ধরার সব মায়া।
আমি চাই যে ভুলতে সব মায়ার বন্ধন,
তবে যদি হয় সঠিক চাওয়া পাওয়ার সন্ধান।


ওহায়ও, ইউএসএ।