অচিন পাখি
়়়়়়
অচিন পাখি
তোমার যে
বসবাস সেই
তুমির মাঝে,
দেখার বাইরে
জানার বাইরে
স্পর্শের বাইরের
সাজে।
সেই জগতে
বসবাস তার
তাকে যে
উপলব্দি আর
অনুভবের স্পর্শে
ছুঁয়ে দেখতে হয়,
তাহলে হয়তো
পাওয়া যাবে
অনুভবের
ছোঁয়ায়।
়়়়়়়়়়়়়়
স্বর্গীয় স্পর্শ
়়়়়়
স্বর্গ থেকে
আসা কিছু প্রেম
মানুষকে করে দেয়
একঘরে সেই
আতঙ্ক শূণ্য
হৃদয় ভরিয়ে রাখে
সারাক্ষণ,
তখনই সে
শূণ্যতা পূরণের
তাড়নায় বিধাতার
সমীপে থাকার
বাসনা করে
পোষণ।