থাকনা চেয়ে না পাওয়াগুলো
না পাওয়া॥
না পাওয়াগুলো পূর্ণতা পেয়ে পেয়ে
একটা সময় ভরে
উপচে পড়বেই,
আর না পাওয়াগুলো হারাবে
তখন তার ধারণ করার ক্ষমতা।
আবার সময় মতো হয়তো পরম
পাওয়ায় ভরিয়ে দিবে
সেই পরম।
কী পাইনি এক জনমে
সেই কষ্ট পাওয়াগুলো
আবার হয়তো ভুল চাওয়া চেয়ে
বা মেনে নিতে পাওয়ার
কারণেই কষ্ট পাই।
আসলে আজও জানা হয়ে
উঠলো না যা চেয়ে পাইনি
সেটার কী বিশেষ
প্রয়োজন ছিল
তা জানার শক্তির শক্তি নেই
এই কাঠামোর।
তবে বোধের দরজায় কড়া নাড়ে
বারেবার একটা বোধ
যেটা না পেয়ে কষ্ট পাচ্ছি
সেটা হয়তো ক্ষতিকর
বা অপ্রয়োজনীয়।
তাই হয়তো মিলিয়ে
দেন নি সেই পরম॥