তুমি আমার মন খারাপের
কারণ,
মন যে মানতে চায় না
কোন বারণ!

তোমার লাইগা ভিতরটা আমার
কেমন যেন
করে,
শত যন্ত্রণার মাঝে তুমি
আমার যাতনা,চেয়ে
পাই না যখন
তোমারে।

দু’চোখ যেমন দেখে না
আমার নয়নে,
তেমনি করে পাবো না
তোমায় দেখতে এ
দু’নয়নে।

কখনই কি তোমার দেখা
পাবে না আমার
দু’চোখ,
এ যে আমার এ জনমে
না পাওয়ার শত
দুঃখ।

শুধুই থাকবে ঘুমো ঘোরে
স্বপনে,
কবে পাবে নয়ন দেখতে
ঝলমলে কোন এক
সু’দিনে।

নয়ন আমার পেল না
তোমায় ছুঁতে এর
নামই কি গো প্রেম
আর যাতনা,
এর আবেশ সইবো যে
আর কতনা।

যে প্রেমে নেই কায়ার
কাঠামোর ছোঁয়ার
মাঝে,
তাই তো তোমায় ছুঁয়ে
যায় অন্তর আমার সকাল
আর সাজে।

এভাবেই প্রাণে থেকো জন্ম
থেকে জন্মান্তরে,
খুঁজে নেব তোমায় জীবনের
সেই সমুদ্রের শেষ
প্রান্তে।

যখন ভানুসি যে বসিবে
পাটে,
হয়তো পাবো দেখা তোমার
সেই নিঝুম রাতে।

        মরিয়ম ইসলাম