সব চাওয়া না পেয়ে
আমি ভুলে গিয়েছিলাম,
অন্ধকারের বন্ধ খাঁচায়
আমার যত না পাওয়া
তুলে যে রেখেছিলাম।
কেন সেই ডানা ভেঙে পড়ে
থাকা পাখিটার নতুন করে
জীবন দিলে,আবার নতুন খেলায়
মেতে আমায় ছুঁড়ে দিয়ে
যাবে না,নতুন মেলা ফুরিয়ে গেলে।
সন্ধ্যা প্রদীপ জ্বলবে না
আর সেই ছোট্ট কুঁড়ে ঘরে,
কখনও ফিরে আসবে না
সূর্যদয়ের আলোক ছটা
আমার পোড়া শরীরে।
আমি যে কুলহারা
অশরীরিণী কোন ছায়া,
আমার প্রতি নেই যে
কারো এতটুকু মায়া।
কেন এলে জীবনের
পড়ন্ত বিকেল বেলায়,
আমি যে ছিলাম ভালো
প্রতিক্ষায় তোমার সান্ধ্যপ্রদীপ
জ্বেলে প্রতিটা সন্ধ্যাবেলায়।
হাসনুহেনার ফুলের পরশ বুলিয়ে
নিতাম আমার সারা অঙ্গে,
ফুলেরা মৌ মৌ গন্ধে
ভরে যেত নানা ঢঙ্গে।
তুমি আসবে বলে নিশীরাত
চাঁদের চকোরিতে করে নিতাম স্নান,
চকোরীর আলো হয়নি তখনও ম্লান।
আমি নতুন সুর্যালোকের
আলোয় হারিয়ে যেতাম
আবার নতুন সন্ধ্যার প্রতিক্ষাতে,
হাজার বছর কেটে যেতো
তোমারই শত অপেক্ষাতে।
মরিয়ম ইসলাম
ওহায়ও, ইউ এস এ।