মরে মরে বেঁচে থাকা ধারণ
করা আর নয়
আর নয়,
বেঁচে বেঁচে থেকে যেন মরে
যেতে জানতে হয়।
কাল থেকে কালান্তরের শেষাবধি
পর্যন্ত আটকে রাখা
একই বলয়,
বেঁচে বেঁচে শুধু মরে যাওয়া
জীবন শেষে প্রলাপ করতে
যেন না হয়।
সেটা নিজের মাঝে ধারণ
করা হোক,
তাতে যত বাঁধা
থাকুক।
সাজিয়েছি পটের বিবি হতে
নিজেরাই নিজেদেরকে
করিনি করতে পিছপা
হতেও,
কেন বিলাপ করে চলছি অন্যের
দেয়া ভার বহন করে আছি
অনিহা থাকা সত্বেও।
যেভাবে ব্যস্ত থাকি শরীরের
সৌন্দর্যটাকে সচল রাখতে
সে করেছি শুধু বিপরীত লিঙ্গের
চাওয়ার কারণে,
কখনও নিজের আমার আমির
চাওয়াকে রেখেছি
কি স্মরণে।
যতটুকু অবসর আছে এ দেহে
যাওয়া আসা
করছে প্রাণ,
ততটুকুই ধরে রেখে সেই নিজের
পরম পাওয়ার জন্যে নিজেকে
করে যাই সমর্পণ।
শুরুতে ভেবে নেই কি কি
করেছি ভুল,
সে ভাবনা ভেবে পাই না যেন
কষ্ট উপরে ফেলি সেই
কষ্টের মূল।
মহামানব মানবীরা সার্থক করে
গেছেন নিজ জীবনটাকে,
সেই অধ্যায়নে পরিশুদ্ধতায় ভরিয়ে
দেই নিজের অন্তরদৃষ্টিটাকে।
মরিয়ম ইসলাম