অতিকষ্ট
অতি দুঃখ।
অবহেলিত
অপমানিত।
অবাঞ্চিত
অশ্রদ্ধা
আর লাঞ্চনা,

থেকে কিন্তু
দেখার বাইরে
জানার বাইরে,
সেই তুমির
সাথে সখ্যতা
হয় বেশ।

এ আমার
ধণুকভাঙা
পণের মতনই
বিশ্বাস।

প্রতিটা না
পাওয়া
থেকেই শুরু
হয় শূণতার
সৃষ্টি।
সেই সৃষ্টি
থেকেই হয়
পরমেশ্বরের সাথে
অন্তরঙ্গ আলাপ।

সেই আলাপ
যদি হয়
পাকা পোক্ত,
রয় না কখনও
সে অভূক্ত ।

এভাবেই শূণ্যতাই
হোক সেই
পরমের আলোয়
তৈরী গলার
মালা।

আলোকিত
আর পরিপূর্ণ
হোক তৃষিত
মানব আত্মা।