কষ্টকে ভুলতে না
পারার কারণেই
কিন্তু, সৃষ্টি হয়
শূণ্যতার,

আর সেই শূণ্যতা
পূরনের জন্যেই
আমাদের প্রচেষ্টা
আর বেঁচে থাকা।

পাওয়ার মাঝে সৃষ্টি
হয় না তেমন কোন
সৃজনতা  
নেই কোন আনন্দ
সেখানে শূণ্যতা
নেই তাই ,

শূণ্যতা যে এক
বিশাল আবছায়া
সেই আবছায়ার পানে
ছুটে চলে মন প্রাণ।

আর এভাবে ছুটেই
চলাই হলো আমাদের
প্রতিদিনের নিয়ম।

যে পেরেছে এ নিয়ম
ভেঙ্গে জানার বাইরে
দেখার বাইরে জগতের
সেই আবছায়ায়
মিলেমিশে যেতে,

সেই প্রাণ হয়
পরশ পাথরের ছোঁয়ায়
পরিশুদ্ধ হয় পরিতৃপ্ত।

থাকে না তার মন প্রাণ
জুড়ে না পাওয়ার
দুঃখবোধ
আর আফসোস॥

মরিয়ম ইসলাম
ওহায়ও,ইউএসএ॥