এই আমিতে নেই আমি
সেই আমি যে কেমন!
দিঘির জলে পদ্মথলে
শিশির ফোঁটা যেমন!
সে আমির যে অবাধ সাহস
দুরন্ত মন প্রাণ।
দুষ্ট মিষ্টি ক্লিষ্ট সে
শ্রেষ্ঠ সেরা দান।
অন্তরে তার বনস্পতি
বক্ষে বলীয়ান।
শান্ত শিষ্ট স্নিগ্ধ সে
কর্মে মহীয়ান।
চোখ জুড়ে স্বপ্ন কত
সেই আমিকে নিয়ে।
সেই আমিকে গড়ব আমি
স্বপ্নগুলো দিয়ে।
হঠাৎ করেই লেগে গেল
আলসেমির ছোয়া।
হতে চেয়েও আর হলো না।
সেই আমি হওয়া।
স্বপ্নগুলো রইল পড়ে
স্মৃতির পাতায়।
সেই আমি রয়ে গেলাম
শুধু কবিতার খাতায়।