সব জায়গায় প্রতিযোগিতা
পৃথিবী পরীক্ষা ক্ষেত্র।
কেউ করবে না সহযোগিতা
কেউ রবে না মিএ।
কত যে হায় ছল চাতুরী।
কত লোকের মাতবরি।
সব জায়গাতেই ঘুস।
টাকার পিছে ছুটতে গিয়ে
থাকে না কারো হুঁশ।
মুখোশ পরা মানুষ গুলো
আশেপাশেই থাকে।
সুযোগ বুঝে মুখোশ পালটায়
নতুন রং মাখে।
সুযোগ সন্ধানী শকুনিগুলো
থাকে সুযোগের আশায়।
সুযোগ একটু পেলেই হলো
খুব করে লোক ফাসায়।
পৃথিবীটা ঢেকে গেছে
অন্ধকারের মাঝে।
মানুষ গুলো ডুবে আছে
মিথ্যা আর পাপকাজে।
রাজ্য মানে রাজনীতি।
নিয়ম মানে দুর্নীতি।
এসব ছাড়া হয় না এখন
অর্থনৈতিক স্ফীতি।
দাদাগিরি রংবাজ
এই আমাদের সমাজ।
সারাদিন পাপ করে
দিনশেষে নামাজ।
স্বার্থ একটু ক্ষুন্ন হলে
হয়ে যায় ক্ষুদ্ধ।
স্বার্থ সাধন করতে সবাই
করে মহাযুদ্ধ।
কাজ করে হয় সারা
ফুরায় শ্রমিকের দম।
মালিকেরা মজা লুটে
বিনামূল্যের শ্রম।
কে এখানে গুরু কার
কেই বা কার শীর্ষ।
দু এক কদম চলতে গেলে
পালটে যায় দৃশ্য।
সকালবেলা সাধু তুমি
বিকেলবেলা ভন্ড।
তেমায় দেখে লজ্জা পেয়ে
মুখ লুকায় হরিচন্ড।
মেঘ ছাড়া বৃষ্টি চাও।
বজ্রপাতে ভয়!
কষ্ট ছাড়া কেষ্ট চাও
এটা কিভাবে হয়?
নামমাত্র মানুষ তুমি
স্বভাবমাএ দাম্ভিক।
সমাজ হয় অসামাজিক।
মানব যখন অমানবিক।