আমি কোনো পথিকের গন্তব্য নই
আমি পরিত্যক্ত নির্জন এক পথ।
মেঘমল্লারের প্রবাহিত ধারা আমায় ধৌত করেনি।
করেছে কর্দমাক্ত।
ভোরের স্নিগ্ধ বাতাস আমায় পবিত্র করেনি।
করেছে অভিশপ্ত,
পুষ্পে সজ্জিত কোন বাগান আমি হতে পারিনি।
হয়েছি পোকামাকড়ের বাসস্থান।
আমার আঙ্গিনায় কোনো সভ্যতা নেই।
আছে প্রানহীন কবরস্থান,
এখানে আকাশ জুড়ে কেবলই
কালো মেঘের ছায়া।
বাতাসে লাশের গন্ধ।
গভীর নিস্তদ্ধতা ভেঙ্গে কখনো হায়নার ডাক।
যেন নিরবে হারিয়ে যাওয়া
হাজারো প্রাণের কান্না।
এর প্রতি পরতে কেবলই মৃত্যুযন্ত্রনা আর হাহাকার।
এপথে কোনো স্বাধীনচেতা সৈনিক
স্বাধীনতার পতাকা ওড়ায় না।
এপথে কোনো সপ্নবিলাসী প্রেমিক
প্রেম নিবেদন করেনা।
আমি শুধু অত্যাচার অবিচার
আর প্রহারের সাক্ষী।
আমি লালসা হিংস্রতা
আর আর্তনাদের সাক্ষী।
আমি প্রাচীন আঁধারে তলিয়ে যাওয়া
ক্ষয়প্রাপ্ত এক পথ।
এ পথের আঁধার কখনো ফুরায় না।