আকাশটা আঁধার ভীষণ
রাত অনেক গভীর তাই।
এই আঁধারের মাঝে আমি
হারিয়ে যেতে চাই।
তারাগুলো জ্বলছে ভীষণ
আলো ছড়াবে তাই
তারাগুলোর মাঝে আমি
একটু পেতাম ঠাঁই।
রাত প্রহরী দেখে আামায়।
ভাবে আমি হয়তো একা।
ভাববে না কেন?
এতক্ষণেও চাঁদমামার নেই দেখা।
চাঁদমামা মুচকি হেসে
আমার দিকে তাকায়।
এতক্ষণে বুঝি সে
দেখতে পেল আমায়।
রাতের মাঝে আছে লুকিয়ে
মৃত ধরার প্রাণ।
চাঁদ, তারা আর আমি মিলে
গাইছি রাতের গান।
আকাশ, বাতাস দেখছে
কেমন গাইতে আমি পারি।
জানে তো ওরা,
গাইতে আমি ভীষণ আনাড়ি।
বাতাস গিয়ে গাছগুলোকে
হেলে দুলে নাচায়।
গাছগুলোও আমার সাথে
আনন্দে ভাগ বসায়।
ঘাসফড়িং মাথা উচিয়ে
দেখে এ কি কান্ড!!!
বাইরে যে সবে মিলে
করছে আনন্দ।
মেঘগুলোও এই আনন্দে
ভাগ বসাতে চায়।
তাই তো সে নেমে এলো
তুমুল বর্ষায়।
গোলাপগুলো পাপড়ি মেলে
এদিক সেদিক চায়।
ওরাও যে বসে ছিল
আমার অপেক্ষায়।