আলের মাঝে থেকেও আমি
আলো পাইনি খুঁজে।
তাই আঁধারে মুখ গুঁজেছি
আলোর সন্ধান পেতে।
আলো-ছায়ার খেলায় আমি
পথ হারানো পথিক।
আলোর খোঁজে কাটে দিবা
কাটে আমার নিশিত।
আলো তো সে, যে জগৎ জুড়ে
আঁধার করে গ্রাস।
আরেক আলো মনের ভিতর
পাপকে করে নাশ।
সূর্যের আলো সন্ধ্যা হলে
আধাঁরে হারিয়ে যায়।
প্রদীপ জ্বেলেছ? সেও শোনো,
তেল শেষে ফুরায়।
কিন্তু মনের আলো কালজয়ী
ছিনিয়ে আনে জয়।
সে আলোর খোঁজে আমি
পাড়ি দেই এ জগৎ।
যে আলোর সাধনে
শত বীর হয়েছেন মহৎ।
যে আলোতে সিক্ত হয়ে
কাজী নজরুল, রবীন্দ্রনাথ-
হয়েছেন কালজয়ী।
যে আলোতে সিক্ত হয়ে
মা হয়ে ওঠেন মমতাময়ী।
যে আলো মূর্খকেও
করে বিবেকবান।
যে আলো মৃতের বুকে
ফিরায় নতুন প্রাণ।
তবে সে আলোয় সিক্ত হয়ে
আজ মনের আলো জ্বালি।
আলোয় গড়ি জীবন।
চলো আলোর পথে চলি।