যতটা ভুলতে যাই ততটা তলাই,
অভিমানের খাতা খুলে পালাই।
তোমায় ভুলার মিথ্যে চেষ্টা করি
শত চেষ্টায়ও ভুলতে যে না পারি।
ভুলে যাওয়া কি অতোটা সোজা!
এর চেয়ে ঢের ভালো তারা খোঁজা।
স্মৃতির মাইলফলক গড়ি পথে পথে,
নাগরিক ব্যস্তাতায় তোমার সাথে।
তোমাকে পাওয়া কঠিন জানলে,
কাজল কালো চোখে তাকালে;
কোথাও তাকানোর ইচ্ছে না হতো,
উড়া ভুলে যেত মন যদি জানতো।
কাছে আসার সাহসই করতো না,
ছুঁয়ে দেখার প্রশ্নই আসে না।
রঙিন সব ডানা মেলে ভালোবাসা,
আজও খুঁজে হারিয়ে ফেলা দুরাশা।