তোমার প্রস্থানে শুরু মন খারাপের দিন;
হৃদয়ে হাতুড়ি পেটা, বাহিরে বিষন্ন ভায়োলিন।
বোবা কান্নার ভীড়ে কত শত আহাজারি;
তুমি নেই তাই কবিতায় মহামারী।
চলে যাবে বলেই কি ছিল স্বেচ্ছাচারী আগমন?
তোমাকে ধরে রাখার ক্ষমতায় ব্যার্থ আস্ফালন।
একাকিত্বের অনুভূতির আবেগ তোমাকে ছুঁবে না,
প্রচ্ছন্ন দিবারাত্রি আচ্ছন্ন আমি ফিরি যমুনা।
তোমায় মানায় ভালো বলে কালোতে,
অন্ধকারে ডুবি আমি, তুমি আলোতে।
তোমার চলে যাওয়াতে আজ আড়ংয়ে নেই ভীড়;
ফিরে গেছে পাখি পদ্মার উপাড়ে ছেড়ে আপন নীড়।
তুমি নেই তাই রাজপথে কারফিউ নেমে আসে,
ভেঙেচুরে গড়ি নিজেকে কোনো এক মিথ্যা বিশ্বাসে।
তুমি নেই তাই গোলাপ বাগানে দস্যুদের পায়চারী।
আহারে জীবন! স্বপ্নেরা হেঁটে যায় দুঃস্বপ্নের বাড়ি।
তুমিহীনা খাঁ খাঁ দুপুর, সন্ধার মেঘাচ্ছন্ন গোধূলি;
অপলক চাহনির তরে দিয়েছি সময়ের জলাঞ্জলি।
১০১ টা পদ্ম হাতে বসে আছে যে প্রেমান্ধ পুরুষ।
ফিরে এসো প্রিয়তম, ছুড়ে ফেলে স্বপ্নের ফানুস।