এক কাপ চায়ের সময় হবে কি তোমার?
ধূমায়িত চায়ের কাপে চুমুক দিয়ে আবার,
দৃষ্টির সীমানার বাহিরে খুঁজবো স্বপ্নসারথি,
পড়বো তোমার অব্যক্ত কথামালার নথি।
আঁখির ভাষা বুঝার আশায় চেয়ে চেয়ে রই,
অমন দুর্ভেদ্য ঈশারা ছেড়ে পালাবো কই?
বিস্মৃতির ফসিলেরা জাগে মস্তিষ্কের গভীরে,
হৃদপিন্ডে পরাজিত পুরোনো গল্পেরা ফিরে।
চোখের কোনে মুক্তো জমে জমে হয় বিষাদ,
গড়ে অবাধ্য জলের পৌরাণিক রাজপ্রাসাদ।
এক-স্বপ্ন দূরে তোমার আবাস, স্বেচ্ছা নির্বাসন,
হাত বাড়ালেই উদাস, নিরুপায় আবেগী মন।
দিনের স্বপ্নেরা রাতে পাশ ফিরে করে অহঙ্কার,
শক্ত হাতে আঁকড়ে ধরে গত-হওয়া হাহাকার।
"তুমি" নামের মহাদেশ জয়ের ইচ্ছায় করেছি পণ,
আমাকে ঘুমোতে না-দেয়া কবিতারা দেখায় স্বপন।