বুকের ভিতর যে পাখি ডানা মেলে,
সে তোমার অস্তিত্ব খুঁজে না পেলে;
কোনো প্রেম কি আর জাগবে না?
ফুসফুসে সুগন্ধি বাতাস বইবে না?
আমার একলা আকাশ জুড়ে পাখি উড়েনি,
কেউ কোনো ঘুম পাড়ানির গান গায়নি।
চোখ বন্ধ করে যে মুখ দেখবো বলে শয়নে,
তোমাকে দেখার তাড়নায় ছিলাম স্বপনে।
চোখ খুলে কেন পাইনা সে হাসিমাখা ঠোঁট!
চার দেয়ালের কংক্রিট জানে নির্ঘুম রাতের চোট।
যদি একদিন অচেনা হয়ে যায় খুব চেনা সকল,
কিভাবে সামলাবো বলো এই ধকল!
ঠোঁটে চেপে ঠোঁট হৃৎপিণ্ডটা নিয়েছো শুষে,
তাই তোমার মুখ ডুবে আছে আমার উষ্ণ দীর্ঘশ্বাসে।