তোমার চিবুক জল ছোঁয়ার আগে,
মরিচা ধরুক আমার রাগে।
তোমাকে চাওয়ার মাশুল গুনে,
ভ্রষ্টদের নষ্ট হওয়ার দিনে;
কোনদিনই হয়তো হবে না বলা,
চিৎকার করে খোলামেলা;
ভুলে বিরাম চিহ্ন, দাঁড়ি-কমা,
ভালোবাসি প্রিয়তমা।
বেলা শেষে না-ইবা ফিরে এলে,
থেকেই না হয় গেলে।
দেয়ালের ছায়ায় নীরব স্বপ্ন বুনে,
সাহসী প্রেম আনমনে;
জাগে যদি পৌষের একাকী রাতে,
সুখ রেখে তফাতে;
তোমাকে ছোঁয়া ছাড়া সব স্মৃতি,
অনিয়মের রীতিনীতি;
অন্ধকার দূর করতে চতুর্পাশ,
ছেড়েছি সব বদভ্যাস।
তবু এ ঘরে দেখি না কোন আলো,
তুমি হীনা কিভাবে থাকি ভালো !