আমার মস্তিষ্কে যখন চৈত্রের দিন শেষের ঝড়,
বন্ধু তখন অমায়িক সুখের আশায় অন্য শহরে।
ঝড়ের কালো মেঘে ঢাকে সব সান্ত্বনার স্বপ্ন,
তবু বন্ধু সুখের আকাশে নির্ভার হয়ে উড়ে।
খুব কাতর হয়ে যার বুকে মুখ গুঁজবো ভেবেছি,
সেই বুকটা হাজার মাইল দূরে ডুবেছে সুখস্নানে।
বেদনাহত হৃদয় খুঁজে ফেরে সেই মমতার ছায়া,
দূরত্বের দূর্গে বন্দী আমার প্রতিটি অভিমানে।
তোর গল্পে আমি নেই বলে আফসোস হয়নি, কেননা
তুই-ই আমার প্রতিটা গল্পের শুরু থেকে শেষ সর্বনাশ।
মায়াবী সকালে বা ধূসর দুপুর ফেলে অচেনা বিকেলে,
তোর কোলেই হোক বিনাশ, আমার অন্তিম দীর্ঘশ্বাস।