তোমাকে দেখার এক বুক স্বপ্ন নিয়ে,
ইচ্ছেরা ডানা মেলেও পায়নি আকাশ।
শূন্যতার গানে শহর জুড়ে কান্না নামে,
হাহাকারেরা খুঁজে পায় প্রেমিকের লাশ।
কাজলমাখা তাজা চোখের আহাজারিতে,
ময়ূর নদীর স্রোত দেখি হাসির বক্রতায়।
মায়ারা বাড়ায় ফুলে ফেঁপে উঠা অভিমান,
ঠোঁটের কোলাহল নীরব হয় ঠোঁটের ছোঁয়ায়।