নিঃসঙ্গ ফিরে যাচ্ছি সেখানে,
কেউ অপেক্ষায় নেই যেখানে।
শূন্য শূন্য এই পথ ধরে,
শূন্য শূন্য ঐ ঘরে।
বৃথা অজুহাত তুলে,
ফিরে পেতে মন চাইলে,
অনিচ্ছার আয়নায়,
গোপন বায়নায়,
মাথা রেখো বুকে।
ভালোবাসার দুর্বিপাকে,
ঝরিয়ে চোখের জল,
সোহাগি নদীর কোলাহল,
ফিরে আসে বারবারে।
খামখেয়ালীর রাত দুপুরে,
আমোদে হাসে ফর্সা রমণীরা।
বুকের মধ্যে সুনিলের বরুনারা,
নিয়ে সুগন্ধি রুমালের সুবাস,
ঠোঁটে হাসি বুকে ভিসুবিয়াস।