তোমাকে পাওয়ার নাম
যদি হয় সুখ।
তবে সেই চাওয়ার নাম
সুখের অসুখ।
নাটাই যদি ধরো হাতে
তোমায় ঘিরেই উড়ি।
টেনে যদি নাও কাছে
হবো তবে ঘুড়ি।
যদি আঁক তোমার গ্রীবা
নরম মায়াবী হাতে।
জলরং হয়ে আঙ্গুলের ডগা
চাইব আমি ছুঁতে।
বুকের গভীরে কান পেতে
শুনতে যেও না।
এতটা কাছে এসে পাবে
না-আসার যন্ত্রনা।
কাঁটাতারের বেড়া ছিল না
আমার বাড়ির পথে।
তবুও তোমার পা পড়েনি
ফিরতে এ পথে।