অনেক সাধনায় পাওয়া সময়ের আঙিনায়,
ঝুম বৃষ্টির আসরে হয়নি আমার আলাপন।
তোমার দরজায় তাই মেঘেদের আনাগোনা,
তাকিয়ে দেখি সুখ নামে অসুখের বিজ্ঞাপন।
রাতজাগা গল্পের লোভে ছেড়েছি স্বপ্নের ঘুম,
তবু তোমার বুকের ডুবোচরে আটকেছে সময়।
স্রোতস্বিনী নদীর চর দখলে নেয় চোরা আবেগ,
জীবনের নাব্যতা ধরে রাখতে তাই চলে অভিনয়।
রোদের বড্ড আকালের দিনে মেঘেরা করে খেলা,
আলোর চাষ করবে বলে নিয়েছে আমার আকাশ।
নিঃসঙ্গ বৃষ্টিও হার মেনে না-পাওয়া অপ্রাপ্তির কাছে,
সব ভাসিয়ে নিয়ে গেছে সেই চোখের জলোচ্ছ্বাস।