বিদায়বেলা কেন আসে বারেবারে,
শূন্যের মাঝে শূন্যতা করে আয়োজন।
কেনইবা সে ফিরে ফিরে তাকায়,
যাবেই যদি ফেলে স্মৃতির রোমন্থন।
যে শহরে তুমি নেই সেখানে বারোমাস,
নৈঃশব্দের আর্তচিৎকারে নামে নিস্তব্ধতা।
ভাবুক পুরুষেরা খুঁজে ফিরে দিগ্বিদিক,
তোমাকে না পাওয়ার নামই শূন্যতা।