শহরে ফিরেছে যুবক নিশিথের অন্ধকারে,
তোমার দেখা মিলবে না বলে চুপিসারে।
আরব সাগর ছেড়ে বঙ্গোপসাগরের মুখে,
সর্বত্র খুঁজেছে যুবক তোমায় মর্ত্যলোকে!
অভিমানী রানী সুখের দিনে ফিরবে বলে,
তৃপ্তির ছায়াপথ হারিয়েছে রুপসার জলে।
ফেরার তাগিদের মায়াময় মাখামাখি রাতে,
প্রতীক্ষায় থাকে যুবক প্রেম বিরহের সাথে।
চেনা হাসিমুখের আড়ালে লুকিয়ে হাহাকার,
পথ থেকে পথে চেয়ে আজ উন্মাদ নির্বিকার।
যুবক হেরে গেছে তার ভালোবাসার দাবীতে,
বহুকালের না-দেখা অপলক দৃষ্টির কষাঘাতে।
বরষা, তুমি ভিজিয়ে দিও যুবকের চোখেখানি,
একটি বার থামো, প্রিয়া তো এখনও ফেরেনি।