যে আকাশ আমি দেখি শূন্যতায়,
সে একই আকাশের নিচে তোমার বিচরণ উদারতায়।
যে হাওয়া বয়ে যায় আমার গায়,
সে একই মরমি বাতাস তোমায়ও ছুঁয়ে যায়।
যে মৃত্তিকায় আমার পদচিহ্ন পড়ার অনুতাপ,
সে একই মৃত্তিকায় তোমার নির্মল নিষ্পাপ পায়ের ছাপ।
যে জলে আজ করি আরোগ্যের ভরসা,
সে একই জল গর্বিত ছিল মিটিয়ে তোমার পিপাসা।
যে পৃথিবীর বুকে করি দ্বীনের অনুসরণ ,
সে একই পৃথিবীতে তোমার পুণ্যময় নামের অনুরণন।
যে বালু মাখা পথই আমার শ্রেষ্ঠ ধরাধাম,
সে একই বালুতেই ঝরেছে তোমার পবিত্র রক্ত-ঘাম?
যে চন্দ্র সূর্য আলো বিলায় অহর্নিশ,
সে একই চন্দ্র সূর্য করেছিল তোমায় কুর্নিশ।
যে কালিমা পাপী মুখে, অন্তরে নাহি বসে,
সে একই কালিমার আহবানে তোমার নয়ন জলে ভাসে।
যে শাফায়াতের আশায় দিগ্বিদিক ছুটি অন্বেষণে,
সে একই শাফায়াত করিও নসিব শেষবিচারের কঠিন দিনে।
ইয়া রব, পৌঁছে দিও আমার এই দরূদ ও সালাম,
আসসালামু আলাইকা ইয়া মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।