শৈশবের সকালে না পেয়ে তোমায়,
দূরদেশে একা গড়েছি বসত ভিটা।
জানি না কবে বুড়িগঙ্গার মোহনায়,
ভিড়বে রূপসার পালতোলা নৌকাটা।
রোজ কাঁদায় তোমার ফেরার হাতছানি,
গোধূলির হলুদ আবীর সারা গায়ে মেখে;
সেই তুমি নাকি ফিরবে না কোনদিনই!
সূর্য্যের রঙের প্রেম তোমার হাতে এঁকে।
সাহসী হাত আজও পারেনি সুখটা ছুঁতে,
আমাকে কুড়ে কুড়ে খেয়েছে অপ্রাপ্তিরা,
তোমার কাঁধে মুখ লুকিয়ে দুঃখ ঘুছাতে,
বৃষ্টির মত লুটায় মাঝরাতের জোনাকিরা।