আমার শহরের আলো হারায়,
তোমার শহরের পানে।
তুমি ছাড়া শহুরে আবাস,
পাই না কোন মানে।
আসি বলে যদি যাবেই চলে,
জোয়ার ভাটার মত।
অজুহাত দিয়ে লাভ কি হবে,
অনুরোধ শত শত।
দেখতে না-পাওয়ার ভীষণ কষ্টে,
মনটা নাহি গলে।
রুপসা পাড়ের রূপসী মেয়ে,
লুকোচুরি খেলে।
মেঘের ওপাড়ে ঘরটি তোমার,
মেঘের এপাড়ে আমার।
তোমার চোখে আলো খেলায়,
আমার চোখে আঁধার।