তোমার অপার্থিব চোখের আগুনের গভীরে,
নিরেট যে জল খেলা করে বহ্নিশিখার নিবৃতে।
সেখানে হাত পেতে অচেনা কবির শখের দণ্ড হয়,
ইন্দ্রিয়াসক্ত আবেগের ফাঁসি হয় নিশ্চিত নিভৃতে।

হারিয়ে যাওয়া পথে কুড়িয়ে পাওয়া স্বপ্নের মত,
শহরের কোলাহল ছেড়ে শূন্যতায় ছুটে রাতের ট্রেন।
অবহেলার সাতকাহন দেখিয়ে দুঃস্বপ্নের শত প্রেম,
বুকের বাম পাশের অন্ধকারে বাজিয়ে চলে সাইরেন।

থই না পাওয়া নৌকার নোঙরের মতন ঢেউয়েরা,
জীবন নদীর খেয়াঘাটে হোঁচট খেয়ে খেই হারায়।
মেঘের ছায়া ছুঁয়ে বৃষ্টির ভেজা জলে খুঁজে নিও,
ফের যদি প্রেম জাগে মনে, শেষের কবিতায়।