মধ্যরাতে জেগে থাকে পাখি,
একা, নিঃসঙ্গতার আর্তনাদে,
নৈঃশব্দের সাথে কথা বলে,
রাত পোহাবার প্রতিক্ষায়।
একদিন ভালোবাসা এসেছিলেন
ভবঘুরে জীবনের ইতি টানতে,
ধীর পায়ে, হৃদয় ছুয়ে ;
ভাবিনি এতোটা গভীরে রোপণ করবে,
তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ।
বালিশের কার্নিশে ভালোবাসা রেখে
ঘুম না-আসা রাতশেষে,
যদি খুব ভোরে উঠে দেখি,
হারিয়ে গেছে, প্রাপ্তির শূন্য খাতায়;
একযুগ সম্মুখে বসে থেকেও
জানা হয় নি তোমায়,
আর একযুগ পর তোমায় পেয়ে,
হারাতে চাই না অগোচরে, প্রিয়।
কড়া নাড়ি না তোমার স্বপ্নের দরজায়
আদিখ্যেতা মনে কর যদি,
যদি না খুলো মনের দরজা।
কুশলাদি জানতে চাওয়ার পর,
সাহস কিরে জিজ্ঞেস করা হয়নি,
কতটা সময় তোমার আছে, সময় দেবার?
যদি কথা বলার অধিকারটুকুও হারাই;
শব্দের সীমানায় লাগাম ধরি,
এপাশ ওপাশ করে কাটে,
আরও একটা নৈঃশব্দের রাত।