তোমাকে পাইলে সত্যিই পাওয়া হত না,
তাই সৌভাগ্যের খাতার উল্টো পৃষ্ঠে লেখা ছিল,
তোমাকে পাইতে মানা।
তোমাকে পাইলে ভালোবাসা মরে যেত,
সেই ভয়ে সরে গেছে হৃদয় দুর্ভাবনার দুয়ারে,
যতটুকু দূরে গেলে যাওয়া বলা যেত।
তোমাকে পাইলে সময় হয়ে যেত স্থবির,
তোমার ডাগর কালো চোখের রঙের আভায়,
আমার দিন রাত্রি হয়ে যেত স্থির ছবির।
তোমাকে পাইলে আমি আমরা হয়ে যেতাম,
হারিয়ে ফেলা নদীর স্রোতের মত নৈশব্দের বাসরে,
বৈরাগ্য ছেড়ে তোমার হাতটি ধরতাম।