তোমার মায়ার তরে যদি রাখি প্রশ্ন,
কোন সে অজানা অচেনা দিবা স্বপ্ন,
বুকের ভিতর খুব গোপনে করো লালন,
চোখের ভিতর খুব গোপনে করো পালন,
অপ্রাপ্তির হতাশা ভরা রক্ত পলাশের ছায়া,
মস্তিষ্কের উল্টো পাশে ধূসর বিদগ্ধ প্রচ্ছায়া?
বসন্ত শেষে চৈত্রের রোদ মাখা বিকেলে,
জড়াবে আমায় নৈঃশব্দ্যের শব্দজালে।
ভালোবাসা না পেয়ে পেয়ে কালচেটে মুখে,
এক সমুদ্র তৃষ্ণার জল নিয়ে মায়াবী চোখে।
দীর্ঘকাল ধরে আমার বুকের ছোট্ট জমিন
করে গেছো অনুর্বর রেখেছো চাষবাসহীন।
হৃদপিণ্ডের নির্যাস ঢেলে বাড়িয়েছি উর্বরতা
প্রতিক্ষার প্রহর শেষে তুমি ফিরবে, হে উষ্ণতা।
নিঃসঙ্গ প্লাটফর্ম একাকী পড়ে থাকবে নিজে নিজে,
শেষ ট্রেন ছেড়ে গেলে, শেষ হুইসেল উঠলে বেজে।
তবু আমি রয়ে যাব তোমার না-ফেরার অপেক্ষায়,
বিজয়ীর হাসি নিয়ে তুমি ফিরবে বড্ড অবেলায়।
আসবে তুমি মিথ্যের পাহাড় ডিঙিয়ে সত্য ও সুন্দরে ,
আলোহীন সুদীর্ঘ মধ্যরাতে আমার না-পাওয়া জুড়ে।