যা ছিল আমার সবই দিলাম, থরে থরে বেহিসেবে;
এবং যা কস্মিনকালেও দাওনি আমারে।
অলস সময় ব্যাস্ত সময়টাকেও, কুড়ে কুড়ে খাবে;
দায়সারা স্বপ্নের ভিতরে ঘোর অন্ধকারে।
অন্ধকারের ভিতরে জেগে উঠে, ঘোর লাগা স্বপ্নরা;
নিরবতা ভেঙ্গে পলকহীন কথাদের ভীড়ে।
হাওয়ায় ভেসে বুকের ঠিকানায়, ফিরে না-ফেরারা;
অচেনা চিঠিটা পৌঁছে হৃদয়ের নীড়ে।
ফিরে যদি আর না আসো বাড়ি, লোপাট হয় পরিচয়;
অন্য আলোয় ভুলের বসতঘরে।
যদি মনে পড়ে যায়, মিথ্যে অভিনয়ের সত্য পরিণয়;
বৃষ্টিতে ভিজিয়ো আমায় ভরদুপুরে।