মূল্যবোধের জায়গায় আপোষ করে
যুদ্ধ জয়েরও আছে হতাশা।
একদিন আমিই নাহয় হেরে যাব,
নাহয় বাড়বে দূরত্বের কুয়াশা।
তোমার অনুভূতিগুলি আমার সন্নিকটে,
খুব কাছের কেউ যেন আত্মীয়স্বজন।
কেউ কি কারো হয়, আবার সবাই সবার,
মিথ্যে অভিনয়ে কাটে পুরোটা জীবন।
নি:শ্বাস উড়ে যায় আকাশে,
আমিতো আসলে তোমার কেউ না।
যখন মনে হয় তখন থেমে যেতে হয়;
তবু চলে কাছে থাকার বায়না।
এপাড়ে তো পুরোটাই মুখোশি অভিনয়,
সুখ খোঁজার বাহানা।
ওপাড়ে তো কেউ কাউকে চিনবেই না,
কি মর্মান্তিক, তাই না?
জানি একদিন এভাবেই হারাবো তোমায়
মুঠোফোনের বার্তার কোন সাড়া থাকবে না।
সুরেলা একঘেয়ে কৃত্রিম মানবী বলেই যাবে,
দুঃখিত...সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।