গল্পের ফাঁদ পেতেছিলাম তোমাকে স্বপ্ন দেখাবো বলে;
সে স্বপ্নরা হাঁটে তোমার কপালের কালো টিপ ধরে,
মহাকাব্য হয়ে যায় তোমার চোখের কাজলে কাজলে।
অমাবস্যার বুকে মধুময় আলোর জোছনা হয়ে আসে;
যে জীবনে সন্ধ্যা নামে, যে জীবন ছিল তুমিহীনা,
প্রভাতের আলো হয়ে ফুটে, হাজার বছরের রাত শেষে।
তোমাকে পাবো না জেনে, হয়নি জানা-জানি;
সব হারানোর আগে, গোধূলি রাঙা শোক নিয়ে,
কত না ভয়ংকর হারানোর হাতছানি।
তাই বেঁচে থাকো আমার কবিতার প্রেরণায়;
পাঁচ মিনিটের বাক্সবন্দী বিস্ময়কর মুহূর্তে,
শত সহস্র বছরের স্বপ্নের অমৃত ধারায়।
মিথ্যে গল্পটা ছিল সত্যিকারের এক আকাশের;
তোমায় নিয়ে ঘর বাধার পুরোটা নভোমণ্ডলে,
এক ছাদের গৃহে তোমার আমার বসবাসের।