প্রেয়সীর অপেক্ষায় থাকা সুখী প্লাটফর্ম,
ছেড়ে গেছে ট্রেন জীবনের পথে।
ক্লান্তিকে দিয়েছি ছুটি সান্নিধ্যের আশায়,
দূর থেকে আরও দূরে জীবন হতে।
সময়ের নোঙর ছিন্ন করে হারিয়েছি পথ,
এপাড়ে নিঃশ্বাস ওপাড়ে দীর্ঘশ্বাস।
কুয়াশায় স্বপ্ন বুনে হিমশীতল ঘুমের দেশে,
কষ্টের বুকে চেপেছে জলোচ্ছ্বাস।
জানতে চাইলে না কত প্রহর ভেবেছি তোমায়,
স্মৃতির নৌকা ভিড়িয়ে পদ্মার কূলে?
তোমার চোখের নীলের ভাষায় ব্যর্থতা আমারই,
ফিরতে পারিনি মায়ায় পিছুটান ভুলে।