তোমাকে না দেখে দেখে যে অসুখ হয়েছে মনে,
কোন ডাক্তার বৈদ্য এই অসুখ সারাবে কেমনে?
ভাবছি অনেক তো হয়েছে ঘুমঘোরে স্বপ্ন বোনা,
সেই চোখের জলের কারণ এখনো হয়নি জানা।
দেয়ালের ওপারে ঘাপটি মেরে বসে ছিল চিরদুখি,
আড়াল করে বাসবো ভালো বলে হইনিকো সুখী।
কবিতাদের দায়সারা চাষবাস চলে বুকের জমিনে,
প্রতীক্ষায় থাকা পাখি ডানা মেলে শূন্যতার নির্জনে।
শিরোনামহীন সময়ের বেলাশেষ দেখার পণ করে,
চেয়ে দেখি হারিয়ে গেছে তোমার মুখ শহর ছেড়ে।
ভরদুপুরে সন্ধ্যা নামে একলা চলার এইসব দিনে,
খুনসুটি করে ষড়রিপুরা তোমাকে ছোঁয়ার ধ্যানে।
কতকালের কত গল্পের ঝাঁপি খোলার তীব্র আশায়,
ভাদ্রের নীলে শ্রাবণের সাদা মেঘ থাকে অপেক্ষায়।