দুর্বিষহ জীবনের সাদাকালো মেঘের ভিড়ে
স্বস্তির বৃষ্টি হয়ে কেউ একজন বলবে, "কেমন আছেন"?
বেলাশেষে ফেরার প্রতীক্ষায় থাকা রিক্ত পথিকের শূন্যতায়,
কাজল রাঙা চোখে জিজ্ঞাসিবে, "এখনও ভালবাসেন?"
কেউ একজন তার ইচ্ছেগুলো দিবে ইচ্ছেমতো,
সযতনে পুষে রাখা স্বপ্নগুলোয় দিবে উড়ার ডানা।
প্রতিক্ষণে খুঁজে ফেরা আমি সেখানেই চাই আমায়,
চাই পিছুটান ছেড়ে, তোমার বাধ্যগত মনের আঙিনা।
অস্তিত্ব জুড়ে সুখস্মৃতিগুলো পরতে পরতে সাজিয়ে,
কেউ একজন বলবে, চলো হারাই অজানায়।
পথের স্মৃতিগুলো পথের শেষ অবধি ছড়িয়ে,
আমাদের চেনা গল্পগুলো নিয়ে যাবে অচেনায়।
প্রতিদিন ফোন করবে, খোঁজ-খবর নিবে,
বিদায় বেলা হাতটি নেড়ে কেউ একজন বলেছিল হেসে।
অপেক্ষারা কোনো সময় মানে না, ব্যস্ততা বুঝে না;
শুরু থেকে শেষ অবধি না-পাওয়ার গল্প শোনায় অনায়াসে।
এক আকাশ স্বপ্ন নিয়ে কেউ একজন একান্তে,
তোমার ফেরার আশায় দিন গুনে শনি রবি সোম।
দীর্ঘশ্বাস চেপে রেখে অবাধ্য হাত বার বার খুঁজে,
অদ্ভুত যন্ত্রটায় তোমার একটা ছোট্ট বার্তা "হুম"
কথায় কথা বেড়ে হয়েছে কালজয়ী উপন্যাস,
কবিতার শব্দমালা সময়ের ডানায় হয়েছে বেদনা বিধুর।
কেউ একজন তোমার পাশে নিশ্চুপে বসে থাকতে চায়,
জেনো, যতক্ষন তোমাকে ভাবি ততক্ষণই প্রতিক্ষার প্রহর মধুর।
আমার বদলে যাওয়া দিনগুলো হয়ে উঠবে প্রানবন্ত,
দ্বিধার দেয়াল ভেঙে দেখবো বলে নতুন প্রভাত।
কারো ফেরার আশ্বাসে, হঠাৎ মনে পড়া কোনো স্মৃতিতে;
আমি ফিরবো বাড়ি, তাড়াতাড়ি, তুলে বৃথা অজুহাত।