ভবঘুরে জীবনের শেষ ঠিকানাটা চেয়েছিলাম তোমার বুকে,
গ্রীষ্মের খরতাপে ছায়াশীতল বৃক্ষের মতন।
চেয়েছিলাম কেউ একজন আমার খোঁজ-খবর রাখুক,
খেয়েছি কিনা, নামাজ পড়েছি কিনা, শরীরটা এখন কেমন?
তীব্র জ্বরের ঘোরে গায়ে উষ্ণ চাদর হয়ে জড়িয়ে থাকবে,
বলবে, "ওমা! শরীর তো পুড়ে যাচ্ছে! কাঁপছো যে শীতে।
আমার কথা তো শুনবে না; ওষুধ খেয়েছো?"
অভিমানে বলবে, কপাল স্পর্শ করে নরম তুলতুলে হাতে।
অকারনেও মোবাইলে টুং টাং শব্দ না হলে,
রাজ্যের দুশ্চিন্তা ভর করবে কারো মাথায়।
বলবে, "কল করোনি কেন, ম্যাসেজ দাওনি কেনো?
সময় পাওনি বুঝি! সারাদিন ছিলে কোথায়?"
মধ্যরাতে সদ্যজাগা চোখ মেলে যেন দেখি,
লাল গোলাপ হাতে কেউ একজন দাঁড়িয়ে;
বলবে, "চলো জোছনায় ভিজবো আজ দুজন",
জোনাকিরাও আসবে আঁধার সরিয়ে।
সব হারানো আমি অ-নে-ক রাতে বাড়ি ফিরলে,
অভিমানী কেউ অনন্ত মায়াভরা চোখ তুলে;
বলবে, "এই সময় হল তোমার ফেরার !
এমনটি করে, এইভাবে কি আর জীবন চলে?"
আমার পারফিউমে এলার্জি হয় জেনে,
তারও অস্বাভাবিক লাগবে তীব্র কোন সুবাস।
প্রথম বৃষ্টির পর মৃত্তিকার ঘ্রানের মতো
তার বুকেই হবে স্নিগ্ধতার অভ্যাস।
আমার ভালো লাগায় হবে তার ভালো থাকা,
আমার মন্দ লাগার বিষয়ে হবে বিষাদ।
তাকে খুশি করার আমৃত্যু চেষ্টায়,
বিসর্জন দিবো আমার সব শখ আহ্লাদ।