তোমার দুধে-আলতা গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে,
আমার স্বপ্নগুলো রোদ্দুর হয়ে হাওয়ায় উড়ে।
আমাকে ছেড়ে যাওয়ার এ কেমন মিথ্যে তাড়া,
নদী মাঠ পাখী ভুলে কি পাবে অপ্রাপ্তি ছাড়া!
কষ্টের অভিধানে অজস্র শব্দের হাহাকার,
সাধ জাগে তোমার আলোয় পূর্নিমা দেখার।
নিকষ রাতে অভিমানী বৃষ্টিরা মিছিল করে,
বলে জোছনারা আর ফিরবে না এই শহরে।
কার চোখে তাকিয়ে খুঁজো আস্ত আকাশ?
হৃদয়ে ফুসফুসে মস্তিষ্কে চলে তীব্র বাহাস।
কোন আস্থাভাজন শত্রুর কোলে রেখে মাথা?
আয়েস করে পূবের হাওয়ায় শুনো রুপকথা।
ভুলের জানালা খুলে দিনে দিনে বেড়েছে বয়স।
হারিয়েছি তোমার চোখে ফের তাকানোর সাহস,
অস্ফুট কান্নায় ভাসে ফেলে আসা ধূসর শৈশব
হীমঘরে পরে রবে তোমার আমার স্মৃতিরা সব।