তোমার অগভীর চোখের গভীরতাই ,
আমার ডুবে যাওয়ার জন্য যথেষ্ট ছিলো।
তবুও ভালোবাসার যে গর্ত খুঁড়েছে প্রেম,
সব বুঝেও হৃৎপিণ্ডটা জলাঞ্জলি দিলো।
আসমানিদের ঘরের মতই বারোটা মাস,
আমার হৃদয়ের ছাউনি ফুঁড়ে বর্ষা নামে।
স্তব্ধ নগরের নিস্তব্ধ ল্যাম্পপোষ্ট পুড়ে পুড়ে,
কত না গল্পের আসর খুলে নামে বেনামে।
বেলাশেষে আঁধার গড়িয়ে আলোরা দেয় হানা,
রাতজাগা যুবক তবু খুঁজে হারানো দৃষ্টির সীমানা।
ছেড়ে যাওয়ার মানে যদি বুঝতে তুমি, সুনয়না!
বুঝতে, ফিরে আসতে কখনো কেউ করেনি মানা।