আমার ফেরা না-ফেরা ভাবাবে না, কাউকে কস্মিনকালে,
কোথায় রবে কার পদচিহ্ন, পৃথিবীর বসত উবে গেলে!
কবে আবার দেখা হবে আমাদের, মৃত্যুঘুমের পর জেগে উঠে,
শূন্যতায় গড়া স্বপ্নের আবাস ছেড়ে, পৃথিবীর কর্দমাক্ত মাঠে।
দিব্যজ্ঞানের নাব্যতায় সাঁতরে সাঁতরে কুলের ঠিকানায়,
পৌঁছে যদি দেখি ফিরে গেছো থেকে থেকে অপেক্ষায়;
এপিটাফের ফলকে মায়ামাখা নরম হাতের ছোঁয়া,
ফিরে যাও লক্ষ্মীটি, মুছে ফেলো ধূসর স্বপ্নের ছায়া।
মহামিলনের আনন্দ উৎসবে এসো শেষবারের মত,
বিষন্নতার প্রহর গুটিয়ে অনন্তকালের যাত্রায় হও নত।
জেনো, ক্ষমা পাবার শেষ ভরসায়, মহাসুখের প্রতিদানে,
ফের দেখা হবে, শেষ না-হওয়া কোনো এক দীর্ঘ দিনে।