তোমার আকাশ কি জানে এ শহর খুব একা!
জীবনের গল্পটা তোমায় নিয়ে শুরু না হোক,
তোমাকেই নিয়ে হোক না কেন গল্পের শেষটা।

বন্ধু, পূর্ণতার গল্প যদি শুনতে চাও,
তবে দেখো শূন্যতায় ভরা বুকের জমিন,
শেষমেশ প্রাণের শেষটুকুও নিয়ে যাও।

একতরফা ভালোবাসায় পাথরও যদি গলে,
নোনা বৃষ্টির ঝড়ে উপড়ে দিয়ে মায়াবী বৃক্ষ
সব তরু-লতা ঝরে যাবে বসন্ত আসবে বলে।

আলো জানেনি তুমি এসেছিলে অন্ধকারে,
তাই বলে প্রেম ফিরবে না ঘরে মৃত্যুর আগে,
এ কেমন অভিশাপ তোমার আমায় ছেড়ে?