দূরত্বে দূরত্ব বাড়ায়, হারায় চিরচেনা মুখ,
ভালোবাসায় ভালোবাসায় বাড়ে প্রেমসুখ।
স্বপ্নের ডানাগুলো যে চোখে বাড়ে,
আকাশ ছুঁবো বলে সে হাত ধরে,
চলে গেছে পথিক যাযাবরের বেশে;
সমুদ্র রেখে চোখের আকাশে।
তৃষ্ণার হাহাকারে চাতকের জেগেছে সাধ,
ফুরাবার আগেই তাই দিয়েছি বাঁধ
চোখের সীমানায়, কথা ছিলনা ফিরিবার,
ছেলেবেলার ছিঁড়ে যাওয়া ঘুড়ি, ফিরেনি আর।
আত্মহত্যার পথে হেঁটে গেছে নাটাই-সুতোওয়ালা,
লাশকাটা ঘরে শুধু পড়ে ছিল একটা রক্তমালা।
শহর পালানো প্রজাপতি না পেয়ে বৃক্ষলতা,
শূন্যতার মাঝে খুঁজে খুঁজে পূর্ণতা,
পরিযায়ী পাখি ছেড়ে যাওয়ার আগে সূধায়
নির্জনতা ভেঙে কবে জাগবে প্রেম হায়?
বিশ্বাসের ডিঙ্গি ছেড়ে গেছে, চলে গেছে,
কবেকার শেষ স্নানের দৃশ্য পিছনে ফেলে, ডুবে গেছে।
তবু দু’চোখের সমুদ্র সপ্ন দেখে সবুজের,
নাছোড়বান্দা কষ্টগুলো অপেক্ষায় থাকে দিনশেষের।
দূরে বলেই কি গোধূলির রঙ ছাই হয়?
দূরে বলেই তোমার চোখে তাকানোর ভয়।

[০৭-ফেব্রুয়ারী-২০১৮]