স্বপ্ন হারানো একটা গল্প বলার ছিল তোমাকে।
মাথার দিব্যি দিয়ে বলতে পারি,
বুকের পাশে চড়ে হাওয়ার গাড়ি,
স্বপ্নগুলো ছুটে এসে জড়িয়ে ধরেছিল আমাকে।
ঘুমের ঘোরে নয়, নির্ঘুম এক রাতের শেষ তারা হয়ে।
বলেছিল কোন এক দিন, দিন বদলে যাবে,
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ নাইবা রবে,
অমাবস্যার সাথে অহর্নিশ ঝগড়া চলবে জোছনা নিয়ে।
হিমেল হাওয়ার সাথে খুব তর্ক হয়েছিল মেঘলা দিনে।
তোমাকে একটিবার দেখার আশায়,
নীড়ে ফেরার ভীষণ লাজুক তাড়ায়,
পাখির ডানার বিশ্রামহীন ছুটে চলার গল্প নিও মেনে।
হেমন্তের সকালে সেদিন বৃষ্টি নেমেছিল বুকের জমিনে।
পৌষের রুক্ষতায় ছুঁয়ে দিয়ে শিশিরের স্নান,
স্বপ্নগুলো গেয়ে দিন দুপুরে আত্মাহুতির গান,
ফুল ফুটাতে চোখের জল ঢেলেছিল হৃদয়ের আগুনে।