হেরেছি বলে জিতে গেছে, হারানো হাসির ঠোঁট।
মায়ারা কাঁদেনি, অপলক চেয়ে পলকহীনতায়।
বিষে বিষে শোধন হয়, অবাক বিষের বাসর।
চোখের আয়ু ফুরায়, না দেখে দেখে তোমায়।

ধূলোমাখা আবেগ, চিৎকারে নীরবতা ভাঙ্গে।
ভুল শোধরানোর বয়সে, ধরেছে মগজে পচন।
তোমার বালিশের কার্নিশে, আমার মাথার ঠায়।
শেষ বিকেলে করেছি, স্বপ্নের বুকে স্বপ্নের বুনন।

একাকী আকাশটা, ফেলে রেখে শ্রাবণের মেঘ।
তোমার বাড়ি যায়, আমার অশ্রুর ধারা হয়ে।
দুই শহরের দূরত্ব, মহাকালের দাঁড়িপাল্লায় মাপি।
সময় বদলের সময়ে, আছি অপেক্ষায় দাঁড়িয়ে।